বিনোদন ডেস্ক- তিনদিনের সফরে মুম্বাইয়ে অবস্থান করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের দ্বিতীয় দিনে (বুধবার) বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
ঘণ্টা খানেকের মতবিনিময়কালে বলিউড বাদশাহ শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিজেপিকে ‘নিষ্ঠুর অগণতান্ত্রিক’ দল বলেও মন্তব্য করেছেন মমতা।
ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশিষ্টজনদের আলাপচারিতার সময়ে উপস্থিত ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর, শোভা দে, জাভেদ আখতার, মহেশ ভাট, স্বরা ভাস্কর, মুনওয়ার ফারুকিসহ বহু খ্যাতনামা শিল্পী।
সেখানেই মমতা বলেন, ভারত পেশিশক্তি চায় না, তবু আমাদের একটি নিষ্ঠুর অগণতান্ত্রিক দলের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু একজোট হলে আমরাই জিতব।
ওই বৈঠকে উপস্থিত থাকা বলি চিত্রপরিচালক মহেশ ভাটকে উল্লেখ করে মমতা বলেন, মহেশজি, আপনিও তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন, শাহরুখ খানের সঙ্গেও ষড়যন্ত্র করা হয়েছে। আমরা যদি জিততে চাই, তবে আমাদের লড়াই করতে হবে এবং নিজেদের কথা প্রকাশ্যে বলতে হবে।
মাদক মামলায় গত ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। প্রায় ১ মাস আর্থার রোড জেলে কাটাতে হয়েছে আরিয়ানকে। বারবার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যদিও আরিয়ানকে জামিন দেওয়ার সময়ে বম্বে হাইকোর্ট জানায়, আরিয়ান খান ও তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচার বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ মেলেনি।
বিরোধীদের অনেকেরই বক্তব্য, আরিয়ানকে গ্রেপ্তারি ও তাকে টানা একমাস জেলে রাখা আসলে শাহরুখ খানের বিরুদ্ধে গেরুয়া শিবিরের ষড়যন্ত্র।