মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে রবি ২০২১-২২ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রিড ও উচ্চ ফলনশীল বীজ ও সার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (৩০ নভেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলা হলরুমে উচ্চ ফলনশীল বীজ ও সার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর-ভূঞাপুরে মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার এস এম শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, গোপালপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মামুন ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন ঝাল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার রফিক, আরো উপস্থিত ছিলেন উপজেলা অন্যান্য কর্মকর্তা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও উপকারভোগী গণ।