নজর২৪, চট্রগ্রাম- বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রামে বিএনপির সমাবেশ মঞ্চ নেতা নেত্রীদের ভারে ভেঙে পড়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে কালামিয়া বাজারস্থ কেবি কনভেনশন হল সংলগ্ন মাঠে দলটির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়ে। তবে এ ঘটনায় মঞ্চে থাকা বিএনপির নেতারা কেউ হতাহত হননি।
এদিন দুপুর থেকে এই সমাবেশে যোগ দেয় প্রচুর দলীয় সমর্থক ও নেতা নেত্রীরা।
ভেঙে পড়ার সময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।