বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শন করলেন সৌদি পরিবহন মন্ত্রী

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করলেন সৌদি আরব সরকারের পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের।

 

সোমবার (২৯ নভেম্বর) সকালে সফর সঙ্গীদের নিয়ে বেজা অফিসের সামনে বৃক্ষরোপন ও ৩নং সুপার ডাইক সংলগ্ন ভূমি পরিদর্শন সহ বেজা সম্মেলন কক্ষে মতবিনিময় করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো: ইরফান শরীফ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান পিপিএম সহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সৌদি আরবের মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের বলেন, বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে আমি উদ্বেলিত। সৌদি সরকার সব সময় বাংলাদেশের সাথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সৌদি সরকারের উচ্চ পর্যায়ে সাথে কথা বলে বিনিয়োগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *