স্টাফ রিপোর্টার, দিনাজপুর- দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নে দেওগা এবং মালদহ পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মালদহ পশ্চিম পাড়া গ্রামের তৈয়ব আলীর স্ত্রী শাবানা (৪০) বাড়ি পাশে কাজ করার বজ্রপাতে মৃত্যু বরণ করে। অন্যদিকে একই ইউনিয়নের দেওগাঁ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হালিম (৫২) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বজ্রপাতে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম।