সুন্দরী প্রতারক মৌ আটক

নজর২৪, ঢাকা- ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে হাতেনাতে ভুয়া আইনজীবী সুফিয়া খানম রিমি ওরফে মোছাম্মত মৌ আটক হয়েছে।

 

রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিল্ডিং গেটে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন তিনি। ধরা পড়ার সময়ও তিনি এক মক্কেলের সঙ্গে মামলার তদ্বির করছিলেন তিনি। এর আগে গতবছর মে মাসে একই অপরাধে ধরা পড়েন তিনি। সেই মামলায় জামিনে মুক্ত হয়ে আবারো শুরু করেছেন প্রতারণা।

 

মৌকে ধরতে টাউট উচ্ছেদ কমিটির অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকা বারের সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান। পরে ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী আফরোজা সুলতানা ইভা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ৪১৯ ধারায় একটি এজাহার দায়ের করেন।

 

এজাহারে বলা হয়, আসামি আইনজীবী না হয়েও দীর্ঘদিন ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

 

একই অপরাধে ২০১৯ সালের ৫ মে তিনি আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন। সেসময়ও তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *