নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইলের ভূঞাপুর অংশে যমুনা নদীতে জেলেদের জালে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় গোবিন্দাসী ঘাট বাজারে মাছটি বিক্রির উদ্দেশে নিয়ে আসা হয়। এর আগে শনিবার মধ্য রাতে মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
২৫ কেজি ওজনের ওই বাঘাইড় মাছটির দাম চাওয়া হয়েছে ৩০ হাজার টাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার রাত ৮টার দিকেও মাছটি বিক্রি হয়নি।
এদিকে মাছটিকে এক নজর দেখতে গোবিন্দাসী ঘাট বাজারে ভিড় জমাচ্ছে উৎসুখ জনতা।