নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাধারণ ছাত্র অধিকার পরিষদের দুই নেতা গ্রেফতারের পর ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর আশঙ্কা করছেন, তারও একই পরিণতি হতে পারে। তবে এ নিয়ে তিনি মোটেও শঙ্কিত নন বলে জানান।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) নুর গণমাধ্যমকে জানান, এটি নিয়ে আমি মোটেও শঙ্কিত না। তবে, আমাদের নেতাকর্মীদের গুম করে ফেলা হয় কিনা, এটা নিয়ে আমরা উদ্বেগের মধ্যে রয়েছি।
তিনি বলেন, আসলে দমন-নিপীড়ন-নির্যাতন নিয়ে আমরা শঙ্কিত নয়। কারণ রাজনীতি করলে এগুলো হবেই। এগুলো জেনেই আমরা রাজনীতির মাঠে নেমেছি।
এর আগে রবিবার (১১ অক্টোবর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদাকে গ্রেফতার করে। যে মামলায় এই দুই জনকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়া হয়েছে, সেই মামলার আসামি নুরসহ পরিষদের আরও তিনজন। আর বাকি একজন কর্মী।
গত ২০ সেপ্টেম্বর পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নুরসহ পাঁচ জনের বিরুদ্ধে আনা হয় সহযোগিতার অভিযোগ। পরে ২২ ও ২৩ সেপ্টেম্বর একই আসামিদের বিরুদ্ধে আরও দুটি মামলা করেন বাদী।
আসামিদের গ্রেফতারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন তিনি। এর ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে মামলা করা তরুণীকে ‘দুশ্চরিত্রা’ গালি দেন নুর।
ডাকসুর সাবেক ভিপি অভিযোগ করেন বলেন, তাদের পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ ও সংগঠনের কর্মী আবদুল্লাহ হিল বাকিকেও আটক করা হয়েছে।
অবশ্য পুলিশ জানিয়েছে, এদের কাউকে আটক করা হয়নি। তবে মামলার আসামি বাকি সবাইকে খোঁজা হচ্ছে।