তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও দুটি পাজেরো গাড়ি চালিয়েছেন ৯ বছর

নজর২৪ ডেস্ক- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুজন সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।

 

রোববার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার চার্জশিট দাখিল করেন। পরে চার্জশিট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে.এম. ইমরুল কায়েশের আদালতে উপস্থাপন করা হয়। আদালত চার্জশিট দেখেছেন। আগামী ৬ অক্টোবর চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

 

যে দুই সিবিএর নেতার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তারা হলেন- জহিরুল ইসলাম চৌধুরী ও মো. আলাউদ্দিন মিয়া। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অডিট পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছিলেন জহিরুল ইসলাম চৌধুরী এবং ডিজাইন অ্যান্ড ইন্সপেকশন পরিদপ্তর-১ এর সাবেক স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর ছিলেন মো. আলাউদ্দিন মিয়া।

 

চার্জশিটে বলা হয়, আসামিরা তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও নিজেদেরকে ‘ভিআইপি’ হিসেবে দাবি করে। তারা অবৈধ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুটি পাজেরো গাড়ি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ব্যবহার করেন। গাড়ির জ্বালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ তারা সরকারি মোট এক কোটি ১৫ লাখ ৬৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী গাড়ি ব্যবহারের প্রাধিকার প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে গাড়ি দেওয়া যাবে মর্মে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে পাজেরো গাড়ি দুটির সরকারি বরাদ্দের কোনো পত্র পাওয়া যায়নি।

 

২০১৯ সালের ১৭ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা করেন। তদন্ত শেষে একই কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *