ভিপি নূরের বিরুদ্ধে অনশনরত সেই ঢাবি ছাত্রী হাসপাতালে ভর্তি

নজর২৪, ঢাকা- ধ.র্ষ.ণ ও ধ.র্ষ.ণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর ও অপর আসামিদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশনে বসা সেই শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

 

তার সহপাঠীরা জানান, ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণের বিচার ও গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচিতে ছিলেন তারা। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পপুলারে তার ব্লাড টেস্ট ও ইসিজিসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, রাত সাড়ে নয়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) অবজারভেশনে রাখা হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 

উল্লেখ, গত বৃহস্পতিবার থেকে টানা ২৭ ঘণ্টা অনশনের পর শুক্রবার রাতে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাকে খাবার গ্রহণের জন্য বারবার অনুরোধ করলেও অসম্মতি জানান।

 

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ থানায় মামলা করেন ওই ছাত্রী। এতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়। পরদিন একই বাদি কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তবে ১৭ দিন পার হলেও এসব মামলায় কেউ গ্রেপ্তার না হওয়ায় অনশনে বসেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *