বাবা হলেন মেহেদী হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক- দীর্ঘ বিরতির পর রোববার থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। নিজেদের মধ্যকার তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে রোববার দুপুর দেড়টা থেকে।

 

তার আগেই সুসংবাদ পেলেন প্রেসিডেন্ট কাপে রিয়াদ একাদশের হয়ে খেলার অপেক্ষায় থাকা জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন মিরাজ।

 

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

 

প্রসঙ্গত, গত বছরের ২১ মার্চ খুলনা খালিশপুরের বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ঘূর্ণি জাদুকর মেহেদী হাসান মিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *