অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- বাংলাদেশ মাইনরিটি ওয়াচ কেন্দ্রীয় পরিচালনা কমিটি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ মাইনরিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ স্বাক্ষরিত এবং অনুমোদিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন সুমন দত্ত।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন- নিরঞ্জন ভৌমিক, যুগ্ম আহ্বায়ক আনন্দ সরকার, সুজিত বসাক, অমিত সাহা।
এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন- বিশ্বজিৎ মন্ডল এবং কমিটিতে সদস্য হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন- দুলাল চন্দ্র শীল, শুভ সাহা, সজীব চন্দ্র দে, অন্তু দাস হৃদয় ও বাসুদেব সূত্রধর।