সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল গ্রে’প্তার

নজর২৪, সিলেট- সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৯টার দিকে উপশহরস্থ হোটেল রোজভিউ’র সামনে থেকে শাহপরাণ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

মাসরুর রাসেল ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় পরোয়ানাভূক্ত ছিল বলে জানিয়েছেন- শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী।

 

এদিকে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেলের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

 

সোমবার (৫ অক্টোবর) রাত ১০টায় এক নিন্দা বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *