গৃহবধূকে নির্যা’তন: জড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নজর২৪, ঢাকা- নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

 

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আশরাফুল আলম ফকির লিংকনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের পাঁচ শতাধিক নেতাকর্মী।

 

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা ন্যাক্কারজনক এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন। এছাড়া এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *