ধ.র্ষ.ক. দের শাস্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ

নজর২৪, ঢাকা- নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে৷ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে এ অবরোধ শুরু হয়৷

 

‘বন্দি সময়ের চিৎকার’ ব্যানারে অবরোধ কর্মসূচিতে অংশ নেন ছাত্র ইউনিয়ন ও ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ প্ল্যাটফর্মের নেতাকর্মীরা৷ এদিকে, শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত করায় সেখানকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে৷

 

বেলা একটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, সেখানে চলছে ধর্ষণ বিরোধী মাইম প্রদর্শনী। এরই ফাকে ফাকে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদী স্লোগান দিয়ে ধ.র্ষ.ক. দের শাস্তির দাবিতে অবস্থান নিয়েছেন। পরে তাদের খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

 

এর আগে বেলা এগারোটার দিকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শতাধিক তরুণ-তরুণীকে। পরে এক পর্যায়ে বেলা পৌনে বারোটার দিকে শাহবাগ অবরোধ শুরু করেন তারা। অবরোধে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে। অবস্থান নিয়েছেন সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *