খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। আজ রোববার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
ঘাটাইল থানার পুলিশের এসআই মতিয়ার রহমান জানান, উপজেলার জামুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য কামাল হোসেন বাদল তার এক সহযোগীকে নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি ডিম ভর্তি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় এবং ট্রাকটি সড়কের পাশেল বিদুৎতের খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়।
এ সময় মোটাসাইকেলের পিছনে থাকা আরোহী শাহীন মিয়া (৪৫) মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সে উপজেলার সাধুরগলগন্ডা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাবেক ইউপি সদস্যও আহত হয়েছেন। তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।