নজর২৪ ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সহানুভূতির বার্তা জানিয়ে রবিবার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে তিনি লেখেন, ‘দুঃখজনকভাবে আপনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং একটি হাসপাতালে আপনার চিকিৎসা শুরু হয়েছে শুনে আমি দুঃখ বোধ করছি।’ করোনাভাইরাস থেকে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
তিনি চিঠিতে আরও লেখেন, ‘আশা করি আপনি আগামীদিনে আরও শক্তিশালী ও প্রাণবন্ত মনোভাব নিয়ে আপনার অফিসে ফিরে আসবেন এবং করোনাভাইরাস ও এই সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আপনার দেশকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাস এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক উদ্যোগ ও বিস্তৃত কর্মসূচি গ্রহণের জন্য আমি আপনার গতিশীল নেতৃত্ব এবং চরম আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করি।’
যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের হুমকি রোধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে রয়েছে। এই অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে আমার চিন্তাভাবনা আপনার এবং আপনার পরিবারের সাথে রয়েছে।’
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার রাতে টুইট করে জানান যে, তার এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। তার চিকিৎসক এই খবরের সত্যটা নিশ্চিত করেছেন।
এর আগে প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্স আক্রান্ত বলে জানানো হয়। গত কয়েক দিন ধরে ট্রাম্প যে সব নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাতে হোপ তার সঙ্গে ছিলেন।