আলহামদুলিল্লাহ, মিন্নির ফাঁ’সি কার্যকর হলে মিলাদ দেব: নয়ন বন্ডের মা

নজর২৪ ডেস্ক- বরগুনায় আলোচিত রিফাত হ’ত্যা মা’মলার রায়ের পর নয়ন বন্ডের মা ক্ষো’ভ প্রকাশ করেছেন মিন্নির ওপর। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। এই রায় কার্যকর হলে আমি মিলাদ দেব। মিন্নির কারণে আমার ছেলের এমন পরিণতি হয়েছে। আমার ছেলে ভালো হয়ে গেছিল। মিন্নি রিফাতকে বিয়ে করার পর নয়ন ক্ষু’ব্ধ হয়। আমি মিন্নিকে কখনও ক্ষমা করবো না।’

 

রায়ের পর প্রতিক্রিয়ায় সাহিদা বেগম আরও বলেন, ‘মিন্নির এমন বিচারে সবাই সচেতন হবে। যাতে করে নতুন করে মিন্নির মত কেউ জন্ম না নেয়। ওর কারণে কতগুলা পরিবার ধ্বং’স হয়ে গেলো। আমার ছেলের পরিণতি হলো বিচার ছাড়া মৃ’ত্যু। আমার ছেলে অন্যায় করলেও ন্যায়বিচারের দাবি রাখি আমরা। কিন্তু সে সুযোগ দেওয়া হয়নি, আমি আমার ছেলেকে নি’র্বিচারে হ’ত্যার বিচার চাই।’

 

গত ২ জুলাই ২০১৯ তারিখ ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দু’ক যু’দ্ধে নি’হত হয় রিফাত শরীফ হত্যা মাম’লার প্রধান আসামি ০০৭ বন্ড গ্রুপের প্রধান নয়ন বন্ড।

 

প্রসঙ্গত, বুধবার (৩০ সেপ্টেম্বর) বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মাম’লায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁ’সির আদেশ দেন আদালত। একই মাম’লায় চারজনকে খালাস দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদা’লত।

 

ফাঁ’সির দ’ণ্ডপ্রাপ্তরা হলেন, মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *