সোনারগাঁ হোটেলের গেট ভাঙলেন প্রবাসীরা

নজর২৪, ঢাকা- কয়েকদিন বন্ধের পর ফের সৌদি আরবে যাওয়ার প্লেনের টিকিট বিক্রি জন্য টোকেন দেয়া শুরু করলো সাউদিয়া (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স)। টোকেন নিতে রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে ভির জমান কয়েক হাজার সৌদি প্রবাসী।

 

রোববার (০৪ অক্টোবর) সকাল থেকেই ভিড় জমান প্রবাসীরা। টোকেনের জন্য প্রবাসীরা ভিড় ঠেলে এবং ধাক্কাধাক্কি করে সোনারগাঁ হোটেলের গেট দিয়ে তিন দফায় ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা ভিতরে ঢুকতে না পেরে সোনারগাঁ হোটেলের গেট ভাংচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে।

 

এসময় সৌদি প্রবাসী জামাল মিয়া বলেন, ‘সৌদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে সিন্ডিকেট হচ্ছে। তারা টোকেন ঠিক মতো দিচ্ছে না । কোনও শৃঙ্খলা নেই।’

 

এদিকে, কয়েক হাজার প্রবাসীর চাপে কারওয়ান বাজার এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। এতে, অফিসগামী যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে।

 

সাউদিয়া জানায়, সৌদি থেকে লকডাউনের আগে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধুমাত্র তাদেরই টোকেন দেয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবে।

 

এর আগে সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সাউদিয়া। এরপর ২ ও ৩ তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

 

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, নতুন টোকেন বিতরণ করা হবে ৪ অক্টোবর। এ ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন কয়েক সহস্রাধিক প্রবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *