রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ২, আহত ১২

নজর২৪, কক্সবাজার- কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

 

গোলাগুলিতে আরও ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত দুজন হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)। তারা সাধারণ রোহিঙ্গা বলে জানা গেছে।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

রবিবার বেলা ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব, পুলিশ ও আর্মড ব্যাটালিয়ান সদস্যরা অভিযান চালাচ্ছেন।

 

কুতুপালং ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ বলেন, ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উল্লেখ্য, গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা নাগরিক মিয়ানমার থেকে কক্সবাজারে এসে আশ্রয় নেয়। এর আগে আরও কয়েক লাখ রোহিঙ্গা কক্সবাজারে এসে আশ্রয় নেয় বিভিন্ন সময়। সবমিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিক নিয়ে চরম সমস্যায় রয়েছে বাংলাদেশ।

 

মিয়ানমার বারবার আশ্বাস দিলেও নানা কূটকৌশলের আশ্রয় নিয়ে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি। আশ্রিত রোহিঙ্গারা দিন দিন নানা অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন ও জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *