মধুপুরে কলাবাগানে নিয়ে কলেজছাত্রীকে ধ.র্ষ.ণ, বিচারের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরের বৃহৎ পাহাড়িয়া এলাকার প্রত্যন্ত অঞ্চলে এক কলেজছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শনিবার (৩ অক্টোবর) ধরাটি বাজারে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

মানববন্ধনে নেতৃবৃন্দগণ ঘটনার বিবরণে জানান, “মধুপুর উপজেলার ধরাটি আঙ্গারিয়া গ্রামের হীরন মিয়ার কলেজ পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার ধরাটির নিকটবর্তী বন্দ হাওড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে নাইম ইসলাম (একাদশ শ্রেণির ছাত্র) গত বৃহস্পতিবার (১ লা অক্টোবর) আনুমানিক বেলা ১১ ঘটিকার সময় রাস্তা হতে জোরপূর্বক ধরে নিয়ে পাশের কলাবাগানে ধর্ষণ করে। পাশের লোকজন তা দেখে ফেলে হাতেনাতে ধরে ফেলে। এরপরে এলাকার মাতাব্বরগন উভয় পক্ষের মধ্যে আপোষের মাধ্যমে বিবাহের উদ্যোগ নেন।

 

কিন্তু ছেলে পক্ষ কালক্ষেপন করে বাল্যবিবাহ বলে মধুপুর থানা পুলিশের মাধ্যমে ধর্ষক নাইমকে তুলে নিয়ে যায় বলে মানববন্ধনে ইউপি চেয়ারম্যান ফজলুল হক, ধর্ষিতার পরিবার ও এলাকার নেতৃবৃন্দ জানান।

 

মানববন্ধনে তাঁরা ধর্ষণের উপযুক্ত বিচার দাবিতে বক্তব্য রাখেন। ধর্ষকের ফাঁসির দাবির স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে এলাকার শিক্ষার্থী ও শত শত পুরুষ মহিলার অংশগ্রহণে মানববন্ধনে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য অর্চনা নকরেক, প্রবীন ইউপি সদস্য আবুল হোসেন, কুঁড়াগাছা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য যে, বক্তাগণ অপরাধীর উপযুক্ত বিচার ও এলাকার মেয়েদের নিরাপত্তার দাবি করেন। এদিকে ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী জানান, সর্বস্ব হারিয়ে মেয়েটি এখন আত্বহত্যার চেষ্টা করছে। বিবাহের উদ্যোগের কারণে এখনো কোন মামলা হয়নি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *