নজর২৪, সাতক্ষীরা- সাতক্ষীরার কালীগঞ্জে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা করাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিজ গ্রাম থেকে তাঁকে পুলিশ আটক করে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সোহেল গাজী (২০)। তিনি উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে ও ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, সোহেলগাজী শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে পরিচিত ওই তরুণীর বাড়ি যান। এরপর তাঁকে ডেকে বাড়ির বাইরে এনে জড়িয়ে ধরেন। এ সময় ওই তরুণীর চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন তাঁকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আটক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আজ বেলা তিনটার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার জানান, সোহেল গাজীর কর্মকাণ্ড বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও সুনাম নষ্ট করেছে। ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণসহ গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।