চেন্নাইকে ৭ রানে হারাল হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক- চেন্নাই সুপার কিংস টানা তিন ম্যাচ হারল। গতকাল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ সাত রানে হারিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনির দলকে। হারের হ্যাটট্রিক করায় আইপিএলের সাপ-লুডোর পয়েন্ট টেবলে আট নম্বরেই রয়ে গেল চেন্নাই। হায়দরাবাদ উঠে এল চার নম্বরে।

 

চতুর্থ ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ছিল ধোনি ব্রিগেড। টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় সিএসকে। টপ অর্ডারের ব্যর্থতায় এক সময় বিপাকে পড়ে গিয়েছিল সানরাইজার্স। কিন্তু প্রিয়ম গর্গের বুক চেতানো লড়াই ম্যাচে ফিরিয়ে আনে অরেঞ্জ ব্রিগেডকে। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে তারা তোলে ১৬৪ রান।

 

জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে তোলে পাঁচ উইকেটে তোলে ১৫৭ রান। ফলে হায়দরাবাদ ম্যাচ জিতে যায় ৭ রানে। হায়দরাবাদের মতোই চেন্নাইয়ের টপ অর্ডার এদিন ব্যর্থ হয়।

 

মাত্র ৪২ রানের মধ্যে চেন্নাইয়ের চারটি উইকেট পড়ে যায়। ফর্মে থাকা ডু’প্লেসিকে (২২) রান আউট করেন প্রিয়ম গর্গ। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় প্রিয়ম গর্গই ম্যাচের নায়ক। দল যখন চাপে তখন প্রিয়ম একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। দারুন বোলিং করলেন রশিদ খান। তিনি উইকেট না পেলেও চার ওভারে মাত্র ১২ রান দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ক্রিজে বেধে রাখেন।

 

৬৯ রানের মধ্যে হায়দরাবাদের চার নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিল সিএসকে। শেষ পর্যন্ত হায়দরাবাদের দুই তরুণ ক্রিকেটার প্রিয়ম গর্গ (২৪ বলে ৫০ রান) ও অভিষেক শর্মা (৩১ বলে ২৪ রান) পঞ্চম উইকেটে ৭৭ রান যোগ করে দলকে লড়ার মতো পুঁজি জোগাড় করে দেন।

 

এখানে ১৬৫ রান খুব খারাপ ছিল না। চেন্নাইয়ের ইনিংসের সময় উইকেট মন্থর হয়ে গিয়েছিল। পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজা (৩৬ বলে ৫০) ও ধোনি (৪৭ নট আউট) ৭২ রান জোগাড় করে লড়াই করেছিলেন। শেষরক্ষা হয়নি।

 

এদিন চেন্নাইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দীপক চাহার, ৪ ওভারে ৩১ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *