নজর২৪, মানিকগঞ্জ- মানিকগঞ্জের শিবালয় থানায় আবু জায়েদ নামে এক পুলিশ কনস্টেবলের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। শিবালয় থানার আয়োজনে শুক্রবার তাকে আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা শেষে সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর ভারাঙ্গা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. আবু জায়েদ। ১৯৮৪ সালে তিনি পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করেন। শিবালয় থানায় কর্মরত ছিলেন বছর খানেক ধরে। ৩৮ বছর চাকরির পর তিনি শুক্রবার (২ অক্টোবর) অবসরে যান।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে থানার সব সদস্যকে নিয়ে জায়েদের বিদায় উপলক্ষে আনুষ্ঠানের আয়োজন করেন ওসি মো. ফিরোজ কবির। তার হাতে তুলে দেয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী।
শুক্রবার দুপুরে বাড়ি ফেরার সময় কনস্টেবলের সম্মানে ওসির ব্যবহৃত সরকারি গাড়ি রঙ-বেরঙের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়। এরপর আনন্দঘন পরিবেশে বিদায় সম্বর্ধনা শেষে সেই গাড়িতে ওসির আসনে বসিয়ে জায়েদকে বাড়ি পৌঁছে দেয়া হয়।
শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, পুলিশ সদস্য আবু জায়েদের বিদায় অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতেই এমন আয়োজন করা হয়েছে। এটা তেমন কিছুই না, শুধু ছোট্ট একটা উদ্যোগ। এই উদ্যোগে তাকে সম্মানিত করতে পেরেছি এবং তার মুখে হাসি ফোটাতে পেরেছি।
জানতে চাইলে পুলিশ সদস্য মো. আবু জায়েদ বলেন, চাকরি জীবনে কখনও কল্পনা করিনি এমন সম্মান নিয়ে অবসরে যাব। এমন ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান দেখে আমি সত্যিই খুশি হয়েছি। আমাকে ও আমার পরিবারকে সম্মানিত করার জন্য ওসি স্যারসহ সব সহকর্মীকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।