বাংলাদেশে ভারতীয় দালালের কোনো ঠাঁই হবে না: ভিপি নুর

নজর২৪, ঢাকা- নব্বই দশকের এরশাদ সরকার ও বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘স্বৈরাচার এরশাদ সরকার আর বর্তমান স্বৈরাচার সরকার, এই দুই স্বৈরাচার মিলে তৈরি হয়েছে বড় স্বৈরাচার। তারা এখন দেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না। ৯০-এ যারা স্বৈরাচারী সরকার ছিল, জনগণের রক্তে যাদের পতন হয়েছে, সেই স্বৈরাচাররা আজকের সংসদে গৃহপালিত বিরোধী দল।’

 

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক-কর্মচারীর সকল ব‌কেয়া বেতন পরিশোধের দা‌বি‌তে এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা বলেন।

 

নুরুল হক নুর ব‌লে‌ন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হবে। এ দেশে ভারতীয় দালালের কোনও ঠাঁই হবে না। যারা এ দেশের জনগণের বিপক্ষ গিয়ে কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।’

 

প্রদীপদের সংখ্যা নগণ্য মন্তব্য করে নুর বলেন, ‘বেশিরভাগ পুলিশ এদেশের পক্ষে আছেন, জনগণের পক্ষে আছেন। তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষে না। আমরা অনেক পুলিশের সাথে কথা বলি, তাদের কাছে আন্তরিক ব্যবহার পাই। আর কিছু পুলিশ আছে যারা ব্যাকগ্রাউন্ড দেখে দেখে চাকরি পেয়েছে, সেসব পুলিশ লীগকে চাকরি দেয়া হয়েছে প্রদীপের মতো বিরোধী দলকে পেটানোর জন্য। আমরা সেইসব পুলিশদের হুঁশিয়ার করে দিতে চাই- বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে যদি আপনারা কাজ করেন তবে আপনাদের হাতে বন্দুক থাকলেও রক্ষা পাবেন না।’

 

পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘আমরা এখানে যারা আছি, আমাদের সাথে তো আপনাদের শত্রুতা নেই। আপনারা তো আমাদেরই কারো না কারো ভাই, বন্ধু বা আত্মীয়। আপনারা থাকবেন দেশের অতন্দ্র প্রহরী হয়ে। আপনারা জনগণের নিরাপত্তা দিবেন। আপনারা কেন শকুনের মতো মানুষের উপর হামলা করবেন।’

 

নুর বলেন, শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তারা পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে নেমেছে। তারা অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের মতো টাকা পকেটে ঢুকানোর জন্য আন্দোলনে নামেনি। তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কার্যকর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। আমরা পাটকল শ্রমিকদের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। আমার বিশ্বাস আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি দল-মত নির্বিশেষে আপনাদের পাশে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *