মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১ নং মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামের একটি লাকরির দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৭০ বস্তা চাল আটকসহ একই গ্রামের ব্যবসায়ী তুলা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০২ অক্টোবর) ভোরে মহেড়া গ্রামের তুলা মিয়ার লাকরির দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৭০ বস্তা চালসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় তুলা মিয়াকে। আটককৃত প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশের এসআই সজল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাকরির দোকানে অভিযান চালিয়ে ৭০ বস্তা চালসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চাল কেলেঙ্কারির সাথে জড়িতদের তথ্য উদঘাটন করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।