বেনাপোল বাজারে কাঁচা মরিচের আকাশচুম্বী দাম

বেনাপোল প্রতিনিধি- বন্দর নগরী বেনাপোল বাজারে কাঁচা মরিচের কেজি ২শ’৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সমস্যায় পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ। আর শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৩শ’ টাকায়। যার কারণে কাচা মরিচ বিহীন তরকারী রান্না করছে অনেকেই। তবে ক্রেতারা বলছেন কাঁচা ঝালের দাম ২৫০ টাকা দরে বিক্রিয় করেছে ব্যবসায়ীরা।

 

শনিবার বেনাপোলের বিভিন্ন বাজার ঘুরে কাচা মরিচের দামের এ তথ্য জানা গেছে ব্যবসায়ীদের নিকট থেকে। সেই সাথে লাগামহীনভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় সমস্যায় পড়েছে নিন্ম আয়ের মানুষেরা।

 

ভ্রাম্যমাণ আদালত, জেল-জরিমানার মত কঠোর আইন প্রনয়ন করেও কোনভাবেই যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কমানো যাচ্ছে না। জিনিস-পত্রের দাম বেড়েই চলেছে। তবে ব্যবসায়ীরা বলছেন বন্যা ও বৃষ্টির কারণে কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে।

 

বাজার করতে আসা নিন্ম আয়ের অনেকের সাথে কথা বলে জানা যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

 

করোনার কারনে তাদের আয় রোজগার নেই। তারপরও পরিবারের জন্য ধারদেনা করে বাজার করতে হচ্ছে। বাজারে এসে জিনিস পত্রের দাম শুনলে অনেকেই চিন্তায় পড়ে যায়।

 

মাত্র কয়েক দিনের ব্যবধানে ৩৮ টাকার কেজি মোটা চাউল এখন বিক্রি হচ্ছে ৪৪ টাকা, ৪০ টাকার কাঁচা ঝাল ২০০ টাকা, ৪০ টাকার পেয়াজ ৪৫ টাকা, রসুন ১০০ টাকা, ২০ টাকার বেগুন ৭০ টাকা, ১০ টাকার পেপে ৩০ টাকা, ২০ টাকার কাঁচকলা ৫০ টাকা, বরটি ৪০ টাকা, কুচুর লতি ৪০ টাকা,কচুর মুখি ৪০ টাকা,

 

ওল ৪৫ টাকা, আলু ৩৫টাকা, ডাটা ৩০টাকা, টমাটা ১০০টাকা, পেশাক ২০টাকা, মিষ্টি কুমড়া ৩০টাকা, বাঁধা কপি৫০টাকা বেনটি৪০টাকা, ঝিনকা ৩০টাকা, লাল শাক ৩০টাকা, লাউ পিচ ৩০টাকা, কাকলো ৩০টাকা, লেপু পিচ ৫ টাকা, আমড়া ৩০টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা।

 

সকল ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার ব্যাপারে ব্যবসায়ীরা রেজোয়ান বলেন, বিশেষ করে বন্যা ও বৃষ্টির ফলে কাঁচা তরিতরকারীর দাম ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া করোনার কারনে বাইরে থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কম আসার কারণে চাহিদার তুলনায় দ্রব্যের মজুত কম থাকায় জিনিস পত্রের দাম বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *