‘মেসির জন্য যু’দ্ধে যেতেও রাজি’

স্পোর্টস ডেস্ক- লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে কারও সংশয় না থাকলেও তার অধিনায়কত্ব বরাবর সমালোচিত হয়েছে। এমনকি আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনাও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে একজন আদর্শ অধিনায়ক বললেন জাতীয় দলের সতীর্থ ও সিরি আ ক্লাব উদিনেসের মিডফিল্ডার রোদ্রিগো ডি পল। জানালেন, মেসির জন্য যু’দ্ধে যেতেও রাজি তিনি।

 

২০১১ সালে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন আর্জেন্টিনার সর্বকালের শীর্ষ গোলদাতা। পরে ক্লাব বার্সেলোনাতেও নেতৃত্ব পেয়েছেন। ছয়বারের রেকর্ড ব্যালন ডি’অর জয়ীর অধীনে যথেষ্ট ম্যাচ খেলা হয়ে গেছে ডি পলের। ২০১৮ সালে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকে নিয়মিত ২৬ বছর বয়সী মিডফিল্ডার।

 

আর্জেন্টিনার জার্সিতে ১৭ ম্যাচ খেলা ডি পলের মতে, জাতীয় দলের সতীর্থদের জন্য মেসি অনুপ্রেরণা। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার বলেছেন, ‘হয়তো তার সঙ্গে আপনার দেখা হতে পারে, কিন্তু যখন তার সঙ্গে আপনি কোনও বিষয়ে কথা বলতে শুরু করবেন, তখন দেখবেন তিনি কতটা খোলামেলা। তার সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। তার ছোট বাচ্চাদের কথাও জিজ্ঞাসা করতে ইচ্ছা হবে।’

 

অধিনায়ক মেসি সম্পর্কে ডি পল আরও বলেছেন, ‘যখন তিনি আপনার অধিনায়ক, তখন তিনি বললে আপনি যু’দ্ধে যেতেও রাজি হবেন। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রত্যেকে জানে তাদের কী করতে হবে, কেউই খবরের শিরোনাম হতে চেষ্টা করে না। দলে একমাত্র অস্পৃশ্য লিও। বাকিরা সবাই চাহিদামতো অবদান রাখে।’

 

অনুশীলনের ফাঁকে মেসি মজাও করেন বলে জানালেন দলে ‘জোকার’ হিসেবে পরিচিত ডি পল, ‘তারা সবাই আমাকে (জোকার) বলে। কিন্তু যখন আমি কোনও মজা করি, তখন সবাই এতে যোগ দেয়। এমনকি মেসিও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *