স্পোর্টস আপডেট ডেস্ক- নিজেদের ইতিহাসে সেরা সময় কাটাচ্ছে বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে ট্রেবল জয়ের পর উয়েফা সুপার কাপ ও এবার শক্তিশালী দলটি জার্মান সুপার কাপ ঘরে তুললো। চিরপ্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে এ জয় তুলে নেয় হ্যান্স ফ্লিকের শিষ্যরা।
অবশ্য ম্যাচটিতে দারুণ রোমাঞ্চ ছড়ায়। জোড়া গোলে পিছিয়ে পড়া ডর্টমুন্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে। তবে শেষদিকে জসুয়া কিমিচ ব্যবধান গড়ে দিলে জার্মান সুপার কাপ জয়ের উল্লাসে মাতে বায়ার্ন।
বায়ার্ন ইতোমধ্যে টানা অষ্টম বুন্দেসলিগা শিরোপা জিতে নিয়েছে। জিতেছে জার্মান কাপ, চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ। রেকর্ড অষ্টমবারের মতো জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন। গত পাঁচ বছরে চতুর্থবারের মতো এ শিরোপা জিতল জার্মান চ্যাম্পিয়নরা।
কোচ হানসি ফ্লিকের দল বায়ার্নের হয়ে গোল করেন করেন্তিন তোলিসো, টমাস মুলার ও জোশুয়া কিমিচ। আর ডর্টমুন্ডের হয়ে গোল করেন জুলিয়ান ব্র্যান্ডট ও আরলিং ব্রাউট হল্যান্ড।