বিএসএফের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ১১ দিন পর ভেসে আসলো বাংলাদেশির লাশ

নজর২৪, ঠাকুরগাঁও- ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে নাগর নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর লাশ ১১ দিন পর উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নাগর নদী থেকে ভাসমান এ লাশ উদ্ধার করে বিজিবি। মৃত আবু নাঈম ওরফে আদু মিয়া (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার যুগিহার গ্রামের মো. এজাবুলের ছেলে।

 

আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু ও বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, গত ১৮ সেপ্টেম্বর ভোর রাতে কোটপাড়া সীমান্ত ফাঁড়ির ৩৮৩/২ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে আয়রন ব্রিজের নিচ দিয়ে ৭-৮ বাংলাদেশি নাগরিক গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ১৭১ সোনামতি বিএসএফ টহল দল তাদের ধাওয়া দিলে তারা সবাই নাগর নদীতে ঝাঁপ দেয়। পরে অন্যরা ফিরে আসতে সক্ষম হলেও আদু মিয়া নিখোঁজ হন।

 

মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গীর রত্নাই বিওপির সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের ৩০ গজ ভেতরে নাগর নদীতে স্থানীয়রা ভাসমান একটি লাশ দেখতে পায়। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির রত্নাই বিওপিতে জানালে তারা গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নাঈমের আত্মীয়স্বজন লাশটি শনাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *