রাজধানীতে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা, সাংবাদিকসহ আহত ১০

নজর ২৪, ঢাকা- ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানার ৬১ নং ওয়ার্ডে কুদারবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মঞ্জুর মিলনসহ ১০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও সালাহউদ্দিন আহমেদের প্রচার সেলের প্রধান সাংবাদিক মাহমুদ হাসান এ তথ্য জানান।

 

শায়রুল কবির জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন আহত সাংবাদিক মঞ্জুর মিলনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

 

হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসনটিতে বিএনপির প্রার্থী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে নির্দেশ দিন।’ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

 

এর আগে মঙ্গলবার সকাল থেকে কদমতলী থানার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ‘এই সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এ নির্বাচনে অংশগ্রহণ করছি।’

 

উল্লেখ্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৭ অক্টোবর ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *