মোঃ সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মির্জাপুর সরকারি কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ১’শত ফলজ ও বনজ বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ভিতরে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।
এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, প্রেসক্লাব মির্জাপুরের (সাবেক) সভাপতি শামসুল ইসলাম শহিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও রোভার স্কাউটবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজ পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।