সাতক্ষীরায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি: ব্যাটারী চালিত ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদরের মাধবকাটি স্টার ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের বেতলা গ্রামের আমজেদ আলীর ছেলে মোকলেছুর রহমান (২৬) ও ভাড়ুখালী গ্রামের মোশাফফরের ছেলে রাকিবুল ইসলাম (২৫)।

 

আহতরা হলেন, সাতক্ষীরা সদরের বদ্দীপুর কলোনীর সামছুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ও একই উপজেলার রামেরডাঙা গ্রামের আজিজ আলী মোড়লের ছেলে শাহজাহান কবীর।

 

সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামের ব্যাটারী চালিত ভ্যান চালক এন্তাজ আলী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মাধবকাটি বাজার থেকে দু’জন যাত্রী নিয়ে ঝাউডাঙা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবকাটি স্টার ভাটা থেকে একটি ট্রলী বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ওয়ান টেষ্ট মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানে সজোরে ধাক্কা মারে।

 

এতে এক যাত্রীর পা ভেঙে মারাত্মক জখম হয়। মোটর ভ্যান চালকসহ দু’জন আরোহীও মারাত্মক জখম হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।

 

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *