সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের তারাগঞ্জে বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক স্কুল শিক্ষিকা। নিজ বাড়িতে প্রেমিকার অনশনের খবরে গা ঢাকা দিয়েছেন প্রেমিক।
স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের শিক্ষক অনন্ত কুমার রায়ের ছেলে নন্দরাজ রায়ের (২৬) সঙ্গে কয়েক বছর আগে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি বাবুপাড়া গ্রামের এক শিক্ষিকার (২৩)।
প্রেমের সম্পর্কের স্বীকৃতি দিতে তারা এক বছর আগে কোর্টে এফিডেফিটের মাধ্যমে বিয়ে করেন। হঠাৎ ৩ মাস ধরে প্রেমিক নন্দরাজ প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
নন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শুক্রবার সন্ধ্যায় তিনি নন্দরাজের ঘরে গিয়ে উঠেন। নিজ বাড়িতে প্রেমিকা এসে অনশন করছেন খবর পেয়ে নন্দ গা ঢাকা দেন।
নন্দরাজের বাবা অনন্ত রায় বলেন, ছেলে যা করবে তা মেনে নিতে হবে এটি সম্ভব নয়। এদিকে ওই শিক্ষিকা বলেন, আমরা কোর্টের মাধ্যমে বিয়ে করেছি। আমি স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করে এই বাড়িতেই থাকবো।