নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দোলন চৌহান (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে পৌর শহরের চারিআনিপাড়া এলাকার নান্দাইল বাজার মহল্লায় এ ঘটনা ঘটে। দোলন চৌহান ওই এলাকার জগোরো চৌহানের ছেলে।
স্থানীয়রা জানান, ভূমি অফিস সংলগ্ন নিজ বাসায় আম গাছ থেকে আম পাড়তে যায় দোলন। তাঁর বসত ঘরের লাগোয়া নির্মাণাধীন একটি মার্কেটের টিনের চালের উপর দিয়ে যাওয়ার সময় জেনারেটরের বিদ্যুৎ লাইনের সংযোগে প্লাস্টিকের কভার খোলা থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে অচেতন হয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দোলন চৌহান নান্দাইল উপজেলা ভূমি অফিসে যুব উন্নয়নের ন্যাশনাল সার্ভিস কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এ মর্মান্তিক মৃত্যুতে ওই মহল্লায় শোকের মাতম বইছে।