লড়াই ছাড়া আমাদের মুক্তি নেই: আলাল

নজর২৪, ঢাকা- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এ সরকারের আমলে শুধু দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়নি সব কিছুরই বৃদ্ধি হয়েছে। ধর্ষণ বলেন খুন বলেন সবকিছুই এ সরকারের আমলে বৃদ্ধি পেয়েছে। সুতরাং লড়াই ছাড়া আমাদের মুক্তি নেই।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের দামবৃদ্ধির প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

 

এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আলাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানে বন্দি করে রেখেছেন আর আপনাকে আপনার ডানে-বামের লোকেরা গণভবনে বন্দি করে রেখেছে। প্রতিবেশী দেশের আপনার বন্ধু নামের শত্রুরা আপনাকে গণভবনে বন্দি করে রেখেছে। দুই জায়গায় দুই নেত্রী বন্দি থাকলে দেশের অবস্থা ভালো থাকতে পারে না। এটা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এদেশে ভালো কিছু হবে না। এটা উপলব্ধি করার জন্য আপনার প্রতি অনুরোধ থাকলো। শেখ মুজিবের কন্যা হিসেবে এই বোধোদয়টা আপনার হোক।’

 

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদের সমালোচনা করে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আপনাদের দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর কীসের ওপর ডক্টরেট করেছিলেন সেটা আমরা জানি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লাল বাতি জ্বালিয়ে এখন নিজের ঘরের মন্ত্রী হয়ে বসে আছেন। আর আপনিও একজন ডক্টরেট ডিগ্রিধারী। আপনি পিএইচডি থিসিস করেছেন মানব মলের ওপরে, সেটাও আমরা জানি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *