এমসি কলেজ গণধর্ষণ: এবার ছাত্রলীগকর্মী মাহফুজ গ্রেফতার

আবুল হোসেন, সিলেট- সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি মাহফুজুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট জেলা (উত্তর) ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযানে তাকে হরিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, মাহফুজকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে সাংবাদিকদের প্রেস ব্রিফিং জানানো হবে। রাত ১১টার দিকে জৈন্তাপুরের হরিপুরের পাখি বিল এলাকা থেকে মাহফুজকে গ্রেফতার করার পর রাত ১২টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। থানায় মাহফুজকে নিয়ে আসার পর থানা প্রাঙ্গনে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়।

 

গ্রেফতারকৃত মাহফুজুর রহমানের বাড়ি কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউপির লামা দলইকান্দি গ্রামে। তার পিতা সালিক আহমদ একজন সরকারি চাকুরিজীবি।

 

জানা যায়, ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের পর থেকে পলাতক ছিল এসমি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী মাহফুজুর রহমান। তাকে গ্রেফতার করতে কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে পুলিশের একাধিক টিম থানার বিভিন্ন এলাকা সহ সিলেটের অন্যান্য এলাকায় টানা অভিযান চালিয়ে আসার পাশাপাশি সে যাতে করে কানাইঘাটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে যেতে না পারে এজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখে পুলিশ।

 

তথ্য প্রযুক্তির সহায়তাসহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গৃহবধু ধর্ষণ মামলার ৬নং আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এদিকে থানা পুলিশের হাতে মাহফুজ গ্রেফতারের পর স্থানীয় জনসাধারণ সন্তুষ্টি প্রকাশ করে থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *