রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি’র হয়ে লড়ার ঘোষণা দিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার শেরখালীতে এলাকাবাসীর সাথে মতবিনিময় করে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন- কথিত আ.লীগ নেত্রী সেই জেমির বিরুদ্ধে শাহজাদপুরে প্রতারণা মামলা
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সজল আগামীতে পৌর মেয়র পদে শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে পুনঃউদ্ধার করতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। এজন্য আগামী নির্বাচনে অন্তত শেরখালী দাবাড়িয়া কেন্দ্রে ভোট ডাকাতির সুযোগ দেয়া হবেনা।
জনগণকে সাথে নিয়ে ভোট ডাকাতি প্রতিহত করার ঘোষণা দেন সজল। সেই সাথে তিনি নির্বাচিত হলে পৌরবাসীর উন্নয়নে নিজেকে বিলিয়ে দেয়ার ঘোষণা দেন সজল।
আরও পড়ুন- শাহজাদপুরে পাচারের সময় ১৩৪ বস্তা সরকারি চালসহ ৩ জন আটক
পৌর যুবদল নেতা দুলাল মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন সুজন, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুস সোবহান, কামাল হোসেন, সাবেক যুবনেতা বাছেদ সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাসেল রানা, পৌর যুবদলের সদস্য লাভলু হোসেন, মিঠুন হোসেন,হাসান আলী,স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদুল হাসান সজল বিএনপি’র প্রার্থী ডা. এমএ মুহিতের নির্বাচনী প্রচারে অংশ নেয়।