নজর২৪, বেনাপোল- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার জন্য উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে এ উপহারসামগ্রী তার দফতরে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দপ্তরে উপহার সামগ্রী পাঠায়। সাথে সাথে উপহারটি বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।’
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন। সন্ধ্যায় হাইকমিশনারের একজন প্রতিনিধি ঢাকার উদ্দেশে এসব উপহার নিয়ে রওনা হয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রবিবার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ফুলের তোড়াসহ নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।’