বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কেন, প্রশ্ন আ.লীগ নেতার

নজর২৪ ডেস্ক- ‘পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রধর্ম নেই’ দাবি করে বাংলাদেশের রাষ্ট্রধর্ম কেন ইসলাম হলো- প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

 

তার মতে, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করে সবচেয়ে খারাপ কাজ করেছেন। কারণ যেখানে ধর্ম সেখানে শেষ।’

 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিশ্ব নদী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মফিজুর রহমান বলেন, ‘পৃথিবীতে ধর্মের চেয়ে মানুষ বড়। অথচ পৃথিবীতে ধর্মের বাজার হয়ে গেছে। মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে ধর্মের কারণে। পাকিস্তানের পতন হয়েছে ধর্মের কারণে। যেখানে ধর্ম সেখানে শেষ।’

 

ভারতের শাসনব্যবস্থায় ধর্মের অবস্থান নিয়ে আফসোস করে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমার কষ্ট হচ্ছে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের জন্য। যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছে। সেখানেও ধর্মের রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে। তারা কোথায় নিয়ে যাচ্ছে দেশকে। এগুলো দেখলে আমার খুব কষ্ট হয়।’

 

হেফাজত প্রসঙ্গে প্রশ্ন তুলে মফিজুর রহমান বলেন, ‘ধর্মের কারণে আমরা কি আবারও রক্তাক্ত পরিবেশে ফিরে যাব? পাকিস্তানে দেখেন- সেখানে প্রায় ২০০ মাদরাসা বন্ধ। আমাদের দেশে হেফাজত, তাদের নেতার নেতৃত্বে শাপলা চত্বরে তাণ্ডব চলেছে। অথচ সেই নেতাকে তারাই মেরে ফেলেছে। তাদের অপমানে তিনি মারা গেছেন। আর কত হবে ধর্মের ব্যবসা?’

 

তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে নদীদূষণকে প্রতিরোধ করা একান্ত আবশ্যক।’ চট্টগ্রাম বন্দরের ২৫ একর জমি ভুমিদস্যুদের ইজারা দেয়া হয়েছে বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অবহিত করবেন বলেও জানান। সূত্র- জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *