মানিকগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, আটক ১

দেওয়ান আবুল বাশার, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ও টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরকে বহিষ্কারে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছিলেন গ্রামবাসী। এ সময় দপ্তরির পক্ষে আব্দুল কুদ্দুস মন্ডল ও রেজা মন্ডল বিক্ষোভ ও মানববন্ধনে বাধা দিয়ে, সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে আব্দুল কুদ্দুস মন্ডলকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

 

উল্লেখ্য, সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাই চেষ্টার ঘটনায় আরটিভি ও ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ঘিওর থানায় একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *