বসুন্ধরায় বন্ধ হয়ে গেল ১৬ বছরের ‘স্টার সিনেপ্লেক্স’

বিনোদন ডেস্ক- স্টার সিনেপ্লেক্স’ বাংলাদেশের প্রথম মাল্টিপ্লেক্স। ২০০৪ সালের ৮ অক্টোবর আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৩ শতাধিক বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে হলটিতে। আজকে হলটির শাখা ৩টি—বসুন্ধরা সিটি, সীমান্ত স্কয়ার ও এসকেএস টাওয়ার। কিন্তু প্রথম শাখা বসুন্ধরা সিটি শাখা বন্ধ হয়ে যাচ্ছে আগামী অক্টোবর মাস থেকে। এমনটাই জানালেন হলটির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

মেজবাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি মার্কেট কর্তৃপক্ষ থেকে সম্প্রতি চিঠি পেয়েছি ছেড়ে দেওয়ার জন্য। তাও মাসখানেক হবে। চুক্তি অনুযায়ী তারা আমাদেরকে দুই মাস আগেই জানিয়েছে। তারা আমাদেরকে আর তাদের জায়গা ভাড়া দিবে না। তাই অক্টোবর মাস থেকে আমরা আমাদের বসুন্ধরা শাখাটি বন্ধ করে দিচ্ছি।’

ছেড়ে দেওয়ার চিঠিতে মার্কেট কর্তৃপক্ষ কী বলেছে? ‘ওইভাবে কিছু তারা বলেননি। শুধু চুক্তি নবায়ন করতে চান না এমনটাই জানিয়েছেন। মূলত আমাদের সঙ্গে প্রতি ৫ বছর পর পর চুক্তি নবায়ন হতো। তা আর করছে না তারা’— বলেন মেজবাহ।

বসুন্ধরা কর্তৃপক্ষ সেখানে নতুন কোন সিনেমা হলও করছে না বলে জানিয়েছেন মেজবাহ। তিনি বলেন, ‘যত দূর জানি তারা সেখানে নতুন করে দোকান ভাড়া দিবে। কোন হল তারা করবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *