বিয়ের ৭ মাসের মাথায় স্ত্রীর মামলায় কারাগারে সংগীত পরিচালক শওকত ইমন

বিনোদন ডেস্ক- জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেপ্তার হয়েছেন। স্ত্রী রিদিতা রেজার দায়ের করা নারী নির্যাতন মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালককে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম।

 

শনিবার রাত সাড়ে ১০টায় তিনি জানান, শওকত আলী ইমনকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে রাজধানীর রমনা থানা পুলিশ। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

মনিরুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামী শওকত আলী ইমনের নামে একটি মামলা দায়ের করেন।

 

উল্লেখ্য, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ৬ ডিসেম্বর তিথি কবির নামে এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন।

 

১৯৯৫ সালের ১৫ জুলাই তিনি মডেল-অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১২ সালের শেষের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *