নুর মাদকাসক্ত: সনজিৎ

নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে মানসিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত বলে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

 

তিনি বলেন, ‘একজন ছাত্র প্রতিনিধির (ভিপি নুর) কথা বলার ধরণ দেখেই বোঝা যায় সে মাদকাসক্ত মানসিক বিকারগ্রস্ত। নিজ সংগঠনের একজন ছাত্রী ধর্ষণের শিকার হলেও তাদের কোনো প্রতিবাদ নেই। তাদের পুরো সংগঠন এই ঘটনায় চুপ করে আছে। এতেই বোঝা যায় তারা এই ঘটনার সাথে জড়িত। তারা তাদের সংগঠনের কর্মীর পাশে না দাঁড়ালেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের বোনের ন্যায় বিচারের জন্য মাঠে থাকবে।’

 

সনজিৎ বলেন, ‘ছাত্রলীগ কখনোই ধর্ষণের ঘটনায় চুপ করে থাকেনি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আমাদের বোনের উপর যে পাশবিক নির্যাতন হয়েছে তার বিচার না করে ঘরে ফিরবো না।’

 

ওই মেয়েটির বিচার পাওয়ার জন্য ছাত্রলীগ সহযোগিতা করবে কি না? এমন প্রশ্নের জবাবে সনজিৎ বলেন, ‘আমি ফেসবুকে, বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে দরকার সরব ছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি ছোট বোন, সে যে ছাত্র সংগঠনই করুক সেটা করার তার স্বাধীনতা আছে। ওই মেয়ে চাইলে প্রয়োজনে তার সুবিচারের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি দেব, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব।’

 

উল্লেখ্য, এর আগে, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে।

 

পরে সোমবার (২১ সেপ্টেম্বর) শাহবাগের বিক্ষোভ থেকে নূরসহ সাত জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ পর নূরকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে নুরুল হক নূরকে ছেড়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *