টাঙ্গাইল প্রতিনিধি- সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মামলো শহরে মুসলমানদের পবিত্র ও সম্মানিত মহাগ্রন্থ আল-কোরআনে অগ্নি সংযোগ ও নরওয়েতে কোরআন শরীফের পাতা ছিড়ে ফেলা এবং মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুরে মৌন-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক সংগঠন মির্জাপুর শান্তি সংঘ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫ টার দিকে পৌর সদরের কলেজ রোড প্রেসক্লাব মির্জাপুরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসলিমদের হাতে হাতে বিভিন্ন ধরণের প্লে-কার্ড লক্ষ্য করা গেছে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর শান্তি সংঘের সভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোর্শেদ খান, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন মিতুল, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ্ মির্জাপুরী, তুহিন রাব্বি, আবদুর রহিম, সাজিদ, নিয়ামত উল্লাহ্ প্রমুখ