নজর২৪, সিলেট- সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ৫-৬ জন ছাত্রলীগ পন্থীকর্মীরা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এমসি কলেজ শাখা।
শনিবার বিকাল ৩টায় সিলেট কালেক্টরেট মসজিদের সামনে এমসি কলেজ সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ছাত্রলীগ দেশ ও শিক্ষাঙ্গনে জন্য একটি বিষফোঁড়া। ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ ক্যাম্পাসে খুন, গুম ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এখনই এদের টুটি চেপে ধরতে হবে। আমরা আশ্চর্য হচ্ছি যে তাৎক্ষণিকভাবে ঘটনার খবর পেলেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি। স্বামীকে আটক রেখে স্ত্রীকে ধর্ষণ করে ঐতিহ্যবাহী এমসি কলেজ ও ছাত্রাবাসে কলংকিত করেছে তাদেরকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক দম্পতি এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন। এসময় ছাত্রলীগকর্মী এম সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা। পরে রাত ১০টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষিতা ও তার স্বামীকে উদ্ধার করে। ধর্ষিতা বর্তমানে ওসামানী হাসপাতালে ওসিসিতে-এ চিকিৎসাধীন। ঐ সময় ছাত্রলীগকর্মীরা তাদের প্রাইভেট কারও ছিনিয়ে নেয়। পুলিশ প্রাইভেটকারও উদ্ধার করেছে।
এদিকে গণধর্ষণে অভিযুক্তদের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এখন পর্যন্ত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।