নিজস্ব প্রতিবেদক, নজর২৪- হামলা-মামলা, ষড়যন্ত্র করে তারুণ্যের নতুন ধারার রাজনীতিকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ভিপি নুর বলেন, ভারতীয় আদিপত্যবাদের অবৈধ ভোটারবিহীন, স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকতে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর মধ্যে নানাভাবে একটা বিভাজন তৈরি করে রেখেছে। যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন গণআন্দোলন তৈরি না হয়।
তিনি বলেন, প্রতিপক্ষ দমনে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা, চরিত্র হনন এই ফ্যাসিবাদী সরকারের ক্ষমতায় টিকে থাকার অন্যতম অস্ত্র। তবে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভারতের দাসত্বের ভোটারবিহীন অবৈধ স্বৈরশাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক, গণতন্ত্রকামী ছাত্র-জনতার লড়াই-সংগ্রাম চলছে, চলবে।