আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি- সোনাগাজী এলাকার ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে উদ্বোধন হলো “হারবি কাবাব” হাউজ। নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই রেস্তোরাঁ।
সোনাগাজী জিরোপয়েন্টের মানিক মিয়া প্লাজার সামনে আনুষ্ঠানিক ভাবে ২৫শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রেস্তোরাঁটির উদ্বোধন করেন, ফেনী-৩ সোনাগাজী-দাগনভূঞা আসনের সাংসদ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন চৌধুরী প্রমুখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজগর হোসেন, আরমান মালেক ও সেলিম পাটোয়ারীর যৌথ মালিকানায় “হারবি কাবাব” হাউজে ভিন্ন রকম আতিথেয়তা নিয়ে সোনাগাজীতে ভোজন ভিলাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
“হারবি কাবাব” হাউজের মালিক পক্ষ জানান, এখানে বিভিন্ন ধরনের কাবাব সহ হরেক প্রকার খাবারের বিশাল সমারোহ রয়েছে। সম্পূর্ণ দেশীয় পাঁচক দ্বারা প্রস্তুতকৃত এই খাবারের স্বাদ, আমেজ ও আতিথেয়তা পেতে নিমন্ত্রণ রইলো এই নতুন রেস্তোরাঁতে।
সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ নাছির উদ্দিন উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।