আন্তর্জাতিক ডেস্ক- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, দেশের কিছু কিছু অংশে ইতোমধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হয়ে গেছে। তবে কানাডিয়ানরা এই পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রাখেন।
বুধবার সন্ধ্যায় ট্রুডো তার ওয়স্ট ব্লক অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন। তিনি বলেন, আমাদের চারটি বৃহত্তম প্রদেশে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ সবে শুরু হচ্ছে না, এটি ইতোমধ্যে চলছে।
ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, অন্টারিও এবং কিউবেকের বর্তমান প্রাদুর্ভাব সম্পর্কে তিনি বলেন, আমরা একটি পতনের দ্বারপ্রান্তে রয়েছি যা বসন্তের চেয়ে আরও খারাপ হতে পারে। কোভিড -১৯ সংক্রমণের হার জাতীয় পর্যায়ে বেড়েছে, আগস্টের মাঝামাঝিতে প্রতিদিন প্রায় ৩শ’ সংক্রমণ থেকে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ২৪৮ এ দাঁড়িয়েছে।
প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যামকে এখন সংক্রমণ প্রতিরোধের প্রচেষ্টা দ্বিগুণ করতে অনুরোধ জানানো হয়েছে। আর তা না হলে নতুন সংক্রমণ এত বেশি হতে পারে যা লকডাউনকে আবার ফিরিয়ে আনতে পারে।
তিনি আরও বলেন, সম্ভবত কানাডিয়ানরা ক্রিসমাসে জমায়েত হবে না। দ্বিতীয় সংক্রমণকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা আমাদের রয়েছে।
জাস্টিন ট্রুডো তার ভাষণে সবাইকে সতর্ক হবার আহ্বান জানান। ট্রুডো কানাডিয়ান জনসাধারণকে মাস্ক পরার জন্য অনুরোধ করেছেন। তিনি ভাষণে বলেন, কানাডিয়ান হিসেবে এখনই আমাদের সময় দেশের জন্য জন্য কিছু করার। সরকার জনসাধারণের জন্য প্রতিনিয়তই কাজ করে চলেছে।