নকল ক্যালকুলেটর বিক্রি, ২৭ লাখ টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট সারওয়ার

নজর২৪ ডেস্ক- পুরান ঢাকার পাটুয়াটুলীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক নকল ক্যালকুলেটর জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব পণ্য বিক্রির দায়ে আটটি দোকানকে ২৭ লাখ টাকা জরিমানা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

 

র‍্যাব-১০ জানায়, পাটুয়াটুলীর শিমুল এন্টারপ্রাইজ, নাজমুল এন্টারপ্রাইজ, মাসুম ওয়াচ, বিসমিল্লাহ স্পেয়ার, রিংকু এন্টারপ্রাইজ, তানজিল ইলেকট্রনিক্স ও আশরাফ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রিংকু এন্টারপ্রাইজের মালিক আশরাফুল ইসলামকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড; আশরাফ এন্টারপ্রাইজের শরীফ ও রাজুকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

এ ছাড়া শিমুল এন্টারপ্রাইজের নূরে আলম, কাউসার ও শাহ আলমকে দুই লাখ টাকা; নাজমুল এন্টারপ্রাইজের সৈয়দ নাজমুলকে দুই লাখ টাকা, মাসুম ওয়াচের মো. মাসুম ও মাজহারকে দুই লাখ টাকা, বিসমিল্লাহ স্পেয়ারের জামাল উদ্দিন ও মো. রিয়াজকে দুই লাখ টাকা এবং তানজিল ইলেকট্রনিক্সের মালিক তানজিল আহমেদকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

 

ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলেও জানান সারওয়ার আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *